ভূমি মন্ত্রণালয় নিয়োগ: ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ন মন্ত্রণালয় যেটি ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা জনগণের নিকটে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয় বর্তমানে ভূমি উন্নয়ন কর ও রাজস্ব আদায়, খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, জলমহাল ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, ভূমি রেকর্ড প্রস্তুতকরণ ও জরিপকরণ এবং ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান ছাড়াও ভূমি সংক্রান্ত বিবিধ বিষয়ে কাজ করে থাকে। সম্প্রতি ১৭ মার্চ ২০২৪ খ্রি তারিখে ভূমি মন্ত্রণালয় ১৩-২০ গ্রেডে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন :
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ :
ভূমি মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে শূন্যপদ সংখ্যা, যোগ্যতা এবং অন্যান্য শর্ত সমূহ ধারাবাহিকভাবে নিম্নে উল্লেখ করা হলো। যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, বেতন ও যোগ্যতা :
(১) পদের নাম : সার্ভেয়ার
গ্রেড ও বেতন : গ্রেড – ১৪ ; ১০,২০০ – ২৪,৬৮০ /- টাকা ।
পদ সংখ্যা : ২৩৭ টি ।
যোগ্যতা : (ক) স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন যে কোন সার্ভে ইনস্টিটিউট হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ।
যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না :
মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী,
পাবনা, পটুয়াখালী, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
আবেদন করার জন্য একজন সাধারণ প্রার্থীর বয়স ০১-০৫-২০২৪ খ্রি. তারিখে বয়সসীমা ১৮ -৩০ বছরের মধ্যে হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে ১৮-৩২ বছর।
বি.দ্রঃ আবেদনকারীর বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন লিংক : http://minland.teletalk.com.bd
আবেদনের সময়সীমা :
- আবেদন শুরুর তারিখ ও সময় : ৩০/০৪/২০২৪ খ্রি. সকাল ১০.০০টা।
- আবেদনের শেষ তারিখ ও সময় : ৩০/০৫/২০২৫ খ্রি. বিকাল ৫.০০টা পর্যন্ত।
আবেদন ফি :
- উক্ত পদে আবেদনের জন্য আবেদন ফি ২০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা।
বি.দ্রঃ অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে ।
অনলাইন আবেদন প্রক্রিয়া :
ক) আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে সর্বপ্রথম http://minland.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। তারপর Application Form (Click here to Apply Online) -এ ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
খ) পরবর্তী ধাপে আপনি alljobs এর প্রিমিয়াম মেম্বার কিনা সেটা জানতে চাওয়া হবে। যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে yes পূরুন করে Next বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার যে পদে আবেদন করবেন সেটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করলে আপনার সামনে Application Form ওপেন হবে।
গ) Application Form-এ প্রার্থীকে তার নাম, ঠিকানা, যোগ্যতা সহ যাবতীয় তথ্য জাতীয় পরিচয়পত্র এবং সর্বশেষ শিক্ষা সনদ অনুযায়ী যথাযথ ভাবে পূরণ করতে হবে। অতপর আবেদন পত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
ঘ) আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। তাই আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিক আছে কিনা তা প্রার্থীকে পুনরায় নিশ্চিত করতে হবে।
ঙ) যথাযথ ভাবে আবেদনপত্রটি Submit করা হলে গেলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এবং পরবর্তী পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে এটি সহায়ক হিসেবে প্রয়োজন পরবে।
SMS প্রেরণ ও আবেদন ফি প্রদান:
আবেদন ফি প্রদানের পূর্বে Applicant’s Copy তে কোন তথ্য ভুল বা অস্পষ্ট ছবি/স্বাক্ষর আছে কিনা তা প্রার্থীকে পুনরায় নিশ্চিত করে নিতে হবে। কারণ আবেদনপত্রে কোন ভুল পরিলক্ষিত হলে পুনরায় আবেদন করার মাধ্যমে তা সংশোধন করা যাবে। কিন্তু আবেদন ফি জমাদানের পরে কোনভাবেই আর আবেদনপত্রের কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না।
Applicant’s Copy-তে সকল তথ্য সঠিক থাকলে Applicant’s Copy-তে দেওয়া User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে অনুসরণ করে যে কোন টেলিটক প্রিপেইড সিম থেকে ০২ (দুই)টি SMS এর মাধ্যমে পরীক্ষার আবেদন ফি প্রদান করতে পারবেন।
বি.দ্রঃ নির্ধারিত আবেদন ফি প্রদান ব্যাতিত কোন ভাবেই Online-এ আবেদন পত্র গৃহীত হবে না।
প্রথম SMS :
MINLAND<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: MINLAND ABCDEF
Reply : Applicant’s Name. Tk. 223/- Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type : MINLAND<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS:
MINLAND<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: MINLAND Yes 12345678 & send to 16222
Reply :Congratulations Applicant’s Name. payment completed successfully for ……. Application for (Post name) User ID is (ABCDEF) and Password (xxxxx)
বি.দ্র: Online-এ আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজে বা নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সার্কুলার ডাউনলোড : ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলীঃ
- অনলাইনে আবেনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন এবং সত্যায়িত কপি জমা দিতে হবে।
- প্রতিবন্ধী কোটায় আবেদনের ক্ষেত্রে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক / সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে।
- মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীগণ সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার / পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট প্রদত্ত সনদপত্র থাকতে হবে।
- যেকোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত বা আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগন সংশিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তির (NOC) মূলকপি জমা দিতে হবে।
- উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করা হবে। উল্লিখিত পদ সংখ্যা যে কোন কারণে হ্রাস/বৃদ্ধি হতে পারে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- আবেদনপত্রে কোন ভুল পরিলক্ষিত হলে অথবা আবেদনপত্রটি অসম্পূর্ণ হলে তা বাতিল বলে বিবেচিত হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রার্থীদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হতে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর (FAQ):
প্রশ্ন : ভূমি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য কোথা থেকে জানা যাবে ?
উত্তর : নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য সকল তথ্য কর্তৃপক্ষের ওয়েবসাইট http://minland.teletalk.com.bd অথবা https://minland.gov.bd থেকে জানা যাবে।
প্রশ্ন : পরীক্ষার প্রবেশপত্র কোথা থেকে সংগ্রহ করবো?
উত্তর : ভূমি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ হয়ে গেলে কর্তৃপক্ষের ওয়েবসাইট http://minland.teletalk.com.bd থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এছাড়াও যোগ্য প্রার্থীদেরকে মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে পবেশেপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানো হবে।
SMS – প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থীদের কে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র Download করে প্রিন্ট করে নিতে হবে। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে।
প্রশ্ন : User ID এবং Password কোন কারণে ভুলে গেলে করণীয় কি?
উত্তর : User ID এবং Password ভুলে গেলে টেলিটক সিম দিয়ে খুব সহজেই SMS এর মাধ্যমে তা পুনঃরুদ্ধার করা যাবে। User ID এবং পাসওয়ার্ড পুনঃরুদ্ধার প্রক্রিয়া :
User ID জানা থাকলে:
MINLAND<space>Help<space>User <space>User ID Send to 16222.
Example: MINLAND Help User ABCDEF send to 16222.
Pin Number জানা থাকলে:
MINLAND<space>Help<space>PIN<space>PIN No Send to 16222.
Example: MINLAND Help PIN 12345678 send to 16222.
প্রশ্ন : অনলাইনে আবেদন করার সময় কোন সমস্যা হলে কোথা থেকে সাহায্য নেওয়া যাবে?
উত্তর : Online-এ আবেদন করার সময় কোন সমস্যা হলে প্রার্থীগণ যে কোন টেলিটক নাম্বার থেকে ১২১ এ কল করে তার সমস্যার সমাধান নিতে পারবেন । এছাড়াও, alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করেও সমস্যার সমধান নেওয়া যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalk এ ফেইজবুক মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail অথবা মেসেজ এর Subject-এ Organization Name ‘MINLAND, Post Name…., Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ভূমি সংস্কার বোর্ডের নিয়োগবিধি ও সরকারের প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী ভূমি সংস্কার বোর্ড রাজস্ব খাত ভুক্ত শূন্য পদ পূরণের লক্ষ্যে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের নারী পুরুষ উভয় নাগরিকগণ উক্ত পদ সমুহে আবেদন করতে পারবেন।
পদের নাম, বেতন ও যোগ্যতা :
পদের নাম সমূহ : কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, রেকর্ড কিপার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।
বেতন ও গ্রেড : ১৩তম, থেকে ২০তম গ্রেডে বেতন ৮,২৫০ /- টাকা থেকে ২৬,৪৯০ /- টাকা।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) থেকে স্নাতক।
পদ সংখ্যা : মোট পদ সংখ্যা ০৮ টি।
যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না :
কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, রেকর্ড কিপার পদের জন্য নারায়নগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, নাটোর, রংপুর, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, যশোর, বরিশাল, পটুয়াখালী এবং পিরোজপুর।
এবং অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের জন্য নারায়নগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নওগাঁ, বগুড়া, রংপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, এবং বরিশাল জেলার প্ৰাৰ্থীগণ।
আবেদন লিংক : http://lrb.teletalk.com.bd
আবেদনের শেষ সময় : ০৬ মে ২০২৪ ইং।
বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স আগামী ০১/০৪/২৪ ইং তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে ১৮-৩২ বছর।
বি.দ্রঃ আবেদনকারীর বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত : ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২৪
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ :
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন সেটেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাত ভুক্ত ১৫ টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট কিছু পদে নির্দিষ্ট কিছু জেলার প্রার্থী ব্যতিত প্রায় দেশের সকল জেলার স্বায়ী বাসিন্দাগণ সকল পদে আবেদন করতে পারবেন।
আপনি যদি যোগ্যতা সম্পূর্ন যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে এই নিয়োগটি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি ভাল সুযোগ হতে পারে। কারণ এত বড় নিয়োগ খুব বেশি প্রকাশিত হয় না। তাই নিজের যোগ্যতা দিয়ে এখানে আপনাকে প্রমাণ করুন। নিম্নে পদের নাম যোগ্যতা, বেতন ও অন্যন্য বিষয়ে আলোচনা করা হল।
পদের নাম, বেতন ও যোগ্যতা :
পদের নাম সমূহ : সাঁটলিপিকার কাম কম্পিউটার আপারেটর, সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটর, ড্রাফটম্যান, ড্রাইভার, নাজির, অফিস সহকারী, পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী, যাঁচ মোহরার, কপিস্ট, অফিস সহায়ক, চেইনম্যান।
বেতন ও গ্রেড: গ্রেড-২০-১৩ ; ৮,২৫০-১১,০০০/- টাকা।
পদের সংখ্যা: ৩০১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: SSC থেকে স্নাতক।
দক্ষতা: ক্ষেত্র বিশেষে প্রযোজ্য।
অভিজ্ঞতা: ক্ষেত্র বিশেষে প্রযোজ্য।
বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স আগামী ২৪/০৩/২৪ ইং তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে ১৮-৩২ বছর।
বি.দ্রঃ আবেদনকারীর বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন লিংক : http://dlrs.teletalk.com.bd
আবেদনের সময়সীমা :
- আবেদন শুরুর তারিখ ও সময় : ২৪/০৩/২০২৪ খ্রি. সকাল ১০.০০টা।
- আবেদনের শেষ তারিখ ও সময় : ৩০/০৪/২০২৪ খ্রি. বিকাল ৫.০০টা পর্যন্ত।
আবেদন ফি :
১ থেকে ১৩ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩ টাকা এবং ১৪ ও ১৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ১১২ টাকা।
বি.দ্রঃ অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে ।
সম্পূর্ন নিয়োগ বিজ্ঞপ্তি : ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
শেষ কথা :
ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 অনুযাযী নিয়োগ সম্পূর্ন অস্থায়ী এবং প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য । তাই আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ রইলো। আর শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হলো। আশা করি, আপনি ভূমি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সাথে সম্পর্কিত সমস্ত তথ্য পেয়েছেন।