উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ ২০২৪

‘শিক্ষা’ পৃথিবীর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া প্রতিটি মানুষের মৌলিক আধিকার। একটি ভূখন্ডের প্রতিটি মানুষের মাঝে শিক্ষার জ্ঞান ছড়িয়ে দেওয়া দ্বায়িত্ব সেই ভূখন্ডের সরকার, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের। আর বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কারনে শিক্ষা খাতে কিছুটা পিছিয়ে পড়া শিক্ষা গ্রহনে আগ্রহী লোকদের শিক্ষার আলোয় আলোকিত করার আগ্রনায়ক হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষাকে সর্বস্থরের মানুষের নিকট পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার ২১ অক্টোবর ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ সব ধরনের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই সাজানো হয়েছে। যাতে যে কোন বয়সের আগ্রহী শিক্ষার্থী তার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহন করতে পারে।

আরও পড়ুন : 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ

দেশের সর্বস্থরের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহন নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) স্বল্প এবং দীর্ঘ বিভিন্ন মেয়াদের একাধিক কোর্স তাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত করেছে। আর এই কোর্স সমূহ দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে আগ্রহী জনগনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সঠিক এবং সুষ্টভাবে পরিচালনার জন্য সারা দেশে রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি কো অর্ডিনেটিং আফিস এবং ১০০০টিরও অধিক টিউটোরিয়াল কেন্দ্র।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক কোর্স সমূহ

  • Secondary School Certificate (SSC)
  • Higher Secondary Certificate (HSC)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স সমূহ

  • Diploma in Youth in Development Work (DYDW)
  • Certificate in Livestock & Poultry (CLP)
  • Certificate in Pisciculture & Fish Processing (CPFP)
  • Post-Graduate Diploma in Management (PGDM)
  • Certificate in Management (CIM)
  • Certificate in Arabic Language Proficiency (CALP)
  • Certificate in English Language Proficiency (CELP)
  • Diploma in Computer Science and Application (DCSA)
  • Post Graduate Diploma in Medical Ultrasound (PGDMU)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স সমূহ

  • Bachelor of Business Studies (BBS)
  • Bachelor of Arts (BA)
  • Bachelor of Social Science (BSS)
  • Bachelor of Business Studies (BBS)
  • Bachelor of Business Administration(BBA)
  • Bachelor of English Language Teaching (BELT)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসসি কোর্স সমূহ

  • B. Sc in Nursing (BSN)
  • B.Sc in Computer Science and Engineering
  • Bachelor of Science in Agriculture (BScAg)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্স সমূহ

  • Bachelor of Education (B.Ed)
  • Bachelor of Madrasah Education (B.MEd)
  • Bachelor of Agricultural Education (B. Ag. Ed)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ

LLB (Honours)

Bachelor of Arts /Bachelor of Social Science (Honours)

  • Bangla
  • History
  • Philosophy
  • Islamic Studies
  • Political Science
  • Sociology
  • English
  • Economics

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্স সমূহ

  • Master of Arts (MA)
  • Master of Social Science (MSS)
  • Master of Education (M.Ed)
  • Master of Business Administration(MBA)
  • Master of Business Administration (Evening)
  • Commonwealth Executive MBA/MPA
  • Master in Criminology and Criminal Justice (MCCJ)
  • Master of Disaster Management (MDM)
  • Master of Development Studies (MDS)
  • Master of Science (MS in Agronomy) in Agricultural Sciences
  • Master of Science (MS in Entomology) in Agricultural Sciences
  • Master of Science (MS in Soil Science) in Agricultural Sciences
  • Master of Science (MS in Irrigation and Water Management (IWM)) in Agricultural Sciences
  • Master of Science (MS in Aquaculture) in Agricultural Sciences
  • Master of Science (MS in Poultry Science) in Agricultural Sciences
  • Master in Sustainable Agriculture and Rural Livelihood (MSARL)
  • Master of Disability Management and Rehabilitation (MDMR)
  • Master of Public Health (MPH)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কোর্স সমূহ

  • Master of Philosophy (M.Phil)
  • Doctor of Philosophy (Ph.D.)

শিক্ষা কার্যক্রম :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের ৫২ টি (পরিবর্তনশীল) পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। দেশে শিক্ষার মান উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সারা দেশে রয়েছে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র, কো অর্ডিনেটিং আফিস এবং টিউটোরিয়াল কেন্দ্র। এই প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা প্রদান করে থাকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর জেলার বোর্ড বাজারে অবস্থিত।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা :

সব ধরনের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক পোগ্রামে বিভিন্ন ধরনের কোর্স চালু রেখেছে। যা পূর্বের আলোচনা থেকে আপনারা অবগত হয়েছেন। তাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স সমূহে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। যেমন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) কোর্সে এডমিশনের জন্য একজন শিক্ষার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেনী পাশ। আবার স্নাতক (অনার্স বা ডিগ্রি) কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC) পাশ আবশ্যক। তেমনি ভাবে মাস্টার্স কোর্সে ভর্তির জন্য স্নাতক পাশ আবশ্যক। এরূপ প্রতিটি কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।

তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বয়সের কোন শর্ত নেই। যে কোন বয়সের যে কোন ব্যক্তি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট যোগ্যতা সাপেক্ষে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন। পাবলিক বিশ্ববিদ্যালয় হবার সুবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধিকতর উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য এম ফিল এবং পি এইচ ডি ডিগ্রি করারও ব্যবস্থা রেখেছে। আগ্রহী ব্যক্তিগন নির্দিষ্ট যোগ্যতা সাপেক্ষে বিভিন্ন বিষয়ে এম ফিল এবং পি এইচ ডি ডিগ্রি অর্জন করতে পারেন।

শেষ কথা :

যে জন পৃথিবীর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়েছে শিক্ষা গ্রহন করা তার নৈতিক অধিকার। আর এই অধিকার যাতে বয়সের কারন বাধাগ্রস্থ না হয় সে জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন প্রতিবন্ধকতা স্বর্তেও যারা শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে চায় সেসব আগ্রহী ব্যক্তিদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ সর্বদা চালু রয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এম ফিল, পি এইচ ডি সব ধরনের কোর্সই অফার করে। দেশের চাহিদা সম্পূর্ন সাবজেক্ট গুলোতেই মূলত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠদান করা হয়।

Leave a Comment

saninasiru246@gmail.com